দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা

11-2411141048.jpg
নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

যেসব বিষয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তার অন্যতম। তবে, নতুন ধান ও সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল ৩০ টাকায়, এ বছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে দেড় লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে ব্রিফিং-এ জানানো হয়।

Leave a Reply

scroll to top