শেখ হাসিনা যেভাবে দেশটা বিভক্ত করেছিল ঠিক সেভাবে দেশটা বিভক্ত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শুক্রবার (১নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যাালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা বাংলাদেশের জনগণের পাশে ছিলাম, সবসময় থাকবো। পরবর্তী প্রজন্ম আসলেই আমরা তাদের পাশে থাকবো।
গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর প্রসঙ্গে ছাত্রদের উদ্দেশ্য করে বলেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলে আপবাদ দিচ্ছে। এটা সঠিক নয়। কারো যদি ভুল হয় তাই বলে ধ্বংস করে দিবেন, এটা কেমন হবে। আমাদের আন্দোলন কর্মসূচি চলবে দেখি কত লোক মারতে পারে।
তিনি বলেন, দেশটা এখন ভালো নেই। শেখ হাসিনা যেভাবে দেশটাকে বিভক্ত করে দিয়েছিল সেভাবে দেশটা বিভক্ত হয়ে যাচ্ছে। যাকে তাকে এখন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।