দেশে সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর উদ্দেশ্য: জামায়াতে আমীর

New-Project-5-7.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর উদ্দেশ্য।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে যশোর শহরের ঈদগা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। জামায়াতকে দেশবাসীর সেবা করার সুযোগ দিলে দেশে চাঁদাবাজ-দখলবাজি ও ঘুষের কোনো অস্তিত্ব থাকবে না।

ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তিনি দেশের মানুষের কাছে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন এবং বলেছেন, জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের পাশে চাই। দেশের কল্যাণে কাজ করার সুযোগ পেলে আমরা চির কৃতজ্ঞ থাকব।

তিনি দাবি করেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন এক ঐতিহাসিক অর্জন। এই অর্জনের নেতৃত্ব দিয়েছে দেশের নতুন প্রজন্ম।

যশোরের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ আমলের অন্যতম পুরোনো জেলা হওয়া সত্ত্বেও যশোর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এখানে পার্ক, মাঠ ও জলাধার গড়ে তোলার প্রয়োজন। যারা ক্ষমতায় যাওয়ার আগে মানুষের কাছে নত হয়, ক্ষমতায় গিয়ে তাদের ভুলে যায়।

Leave a Reply

scroll to top