সারাদেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হয় এবং সেখান থেকে মশাল মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারের পাদদেশে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদকে দৃঢ় করে তোলে। যেমন:’একশান টু একশান,ডাইরেক্ট একশান,’ ‘লজ্জা লজ্জা,প্রশাসন লজ্জা,ইনটেরিম লজ্জা।’ ‘ধর্ষকের বিরুদ্ধে,ডাইরেক্ট একশান,’ ‘নোবিপ্রবির একশান,ডাইরেক্ট একশান,’ ‘আমার সোনার বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই,’ ‘আগুন জ্বালাও একসাথে,ধর্ষকের বিরুদ্ধে,’ ‘রাজপথ কাঁপছে, নোবিপ্রবি আসছে,’ ”চলবে না,চলবেনা,নারীর প্রতি সহিংসতা’ ইত্যাদি। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীরা।
বর্তমান সরকার কাজের প্রতিফলনে ব্যর্থ উল্লেখ করে ময়ূরী নূর নামে এক শিক্ষার্থী বলেন, “সারা বাংলাদেশে নারীদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চলছে, তা খুবই দুঃখজনক। শুধু নারী নির্যাতন নয়, পুরো দেশে যে অরাজকতা বিরাজ করছে, তাতে আমরা ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ক্ষুব্ধ ও আশাহত। ২৪-এর আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছিলাম, আশা করেছিলাম সরকার আমাদের কথা শুনবে এবং নির্যাতন রোধে ব্যবস্থা নেবে। কিন্তু তার প্রতিফলন ঘটেনি।”
মুজতবা ফয়সাল নাইম নামের আরেক শিক্ষার্থী বলেন, “আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা শিখি, সেই মায়ের জন্য নিরাপদ সমাজ তৈরি না করতে পারায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আজকের যে ঘটনার প্রতিবাদে আমরা এখানে, এরকম অনেক ঘটনা আগেও ঘটেছে। যদি এসব ঘটনার উপযুক্ত শাস্তি দেয়া হতো, তবে আমাদের আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা দেশকে বদলাবোই।”
আরেক শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন বৃষ্টি বলেন, “আমরা রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাদের আমাদের কথা শুনতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি হতে হবে ফাঁসি এবং তা হতে হবে প্রকাশ্যে। বাসের ঘটনাটি আমাকে ঘুমাতে দিচ্ছে না। যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে চলাফেরা করি, তখন সবাই ভাবে আমরা নিরাপদে আছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ের জবাবদিহি করতে হবে।”
এর আগে রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি দল।