দেশবাসীকে জাবি ছাত্রদলের ঈদের শুভেচ্ছা

New-Project-12-12.jpg

দেশবাসীকে জাবি ছাত্রদলের ঈদের শুভেচ্ছা

জাবি প্রতিনিধি

দীর্ঘ এক মাসের ‘সিয়াম’ সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর । আগামীকাল মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ছোট-বড়, ধনী-গরিব সব মুসলমানের মাঝে এখন বইছে ঈদের আগাম আনন্দের জোয়ার। এই অনাবিল উৎসবের মুহূর্তকে বরণ করে নিতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতৃবৃন্দ।

আজ রবিবার (৩০ মার্চ) এক ভিডিও বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান জাবি ছাত্রদলের নেতৃবৃন্দ। ২৪ ঘণ্টা বাংলাদেশ-এর এক প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনসহ দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।”

 

অন্যদিকে, ভিডিও বার্তায় জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে এবং সমাজের সর্বত্র সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যের আলোয় আলোকিত হবে বিশ্ব ও সমাজ।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা নবীন বলেন, “ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যের আলোয় উদ্ভাসিত হবে বিশ্ব ও সমাজ।”

শুভেচ্ছা বার্তা জানিয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমরা যেন আত্মবিশ্বাসী এবং সংযমী হয়ে সকল অপশক্তির মোকাবিলা করতে পারি। আমাদের মাঝে ঐক্য, সংহতি ও সহমর্মিতা বজায় থাকুক—এটাই প্রত্যাশা। ঈদুল ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।”

 

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম রোমান বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারপ্রান্তে এসেছে। ঈদের এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে সামাজিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি—এই কামনাই করছি। দীর্ঘ সাড়ে ১৫ বছরের শোষণের পর দেশের মানুষ এখন মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে চলাফেরা করতে পারছে। যারা আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশকে শান্তি ও স্বস্তির পরিবেশ উপহার দিয়েছেন, মহান আল্লাহ তাঁদের আত্মাকে কবুল করুন।”

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলের অর্ধশতাধিক নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্যরা।

এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজনদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ঈদ উপহার বিতরণ করেছে জাবি ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

scroll to top