দেশটা মানুষের হাতে তুলে দিতে এসেছি : ফাওজুল করিম

image_137189_1731138751.webp
নিজস্ব প্রতিবেদক

আমরা দেশটা মানুষের হাতে তুলে দিতে এসেছি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেশিশক্তি বা ব্যবসায়ী সিন্ডিকেন্টের ওপর ভর করে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেননি। ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।

তিনি বলেন, সকল সংস্কার করে দেশটাকে আমরা মানুষের হাতে তুলে দিতে এসেছি।

Leave a Reply

scroll to top