এবারের বিপিবএলে যত অঘটন বলি আর কেলেঙ্কারি বলি সব গুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু দুর্বার রাজশাহীর কেলেঙ্কারিকে এক পাল্লায় রাখা হয় তাহলে নিঃসন্দেহে বলা যাবে ভারি পাল্লা টা রাজশাহীর দিকে ই যাবে।
যার সর্বশেষ কেলেঙ্কারি পারিশ্রমিক না পাওয়া বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন। এটা অবশ্য রাজশাহীর জন্য নতুন না এর আগেও একই ইস্যুতে অনুশীলন বয়কট করেছিল রাজশাহীর ক্রিকেটাররা ,তখন অবশ্য এর নেতৃত্বে ছিল দেশি ক্রিকেটাররা। তবে এতেও টনক নরেনি রাজশাহী কর্তাদের।
এতে হুমকির মধ্যে পরেছে বিপিএলের ভবিষ্যৎ। বিদেশি মিডিয়া গুলোতে বিপিএল নিয়ে ছিঃছিঃ এর রবরব।
এ নিয়ে এতো দিন বিসিবি চোখ খুলে ঘুমিয়ে থাকলে এবার ঘুম ভেঙ্গেছে বিসিবির। পারিশ্রমিক নিয়ে তালবাহানা করে বিপিএলের মান নষ্ট করার দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
সাংবাদিকদের মিঠু বলেন,আমাদের যেকোনভাবে এখন আইনি ব্যবস্থা নিতে হবে। টাকা দিতেই হবে নতুবা আমাদের বিপিএলের সম্মান নষ্ট হবে। চুক্তিভিত্তিক দায়বদ্ধতার জায়গায় চেক ডিজঅনার এবং অন্য যেসব নিয়ম লঙ্ঘন করা হয়েছে সেসব ব্যাপার খুঁজে বের করা হবে দ্রুতই এবং কাজের মাত্রা অনুযায়ী সকল ব্যাপারে মামলা দায়ের করা হবে। বোর্ড তাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু তারা সকল লিমিট ছাড়িয়ে গিয়েছে। তাদেরকে একটি চুক্তি দেওয়া হয়েছিল। তারা চুক্তির নীতি ভঙ্গ করেছে। এখনও পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নেইনি কিন্তু এরপর আমি সব ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’
এখন দেখার বিষয় বিসিবি কোন ধরনের আইনি ব্যবস্থা গ্রহন করেন।