পৃথক দুটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার আদালতে হাজির করে তদন্তের স্বার্থে আব্দুর রাজ্জাকের ৭ দিন এবং ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় ১৪ অক্টোবর দিবাগত রাতে নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় একই সময়ে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট ফারুক। পল্টন থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।