দুইটি রাষ্ট্রের বন্ধুত্ব হবে দু’দেশের মানুষের মধ্যে: ড. মঈন খান

New-Project-47.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারত-বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের রাজনীতিক, নীতির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। বন্ধুত্ব হবে দুইটি রাষ্ট্রের দু’দেশের মানুষের মধ্যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

ডক্টর আব্দুল মঈন খান আরও বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের (ভারতের) রাজনীতিক, নীতির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা।

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নির্দেশ করে ড. মঈন বলেন, ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে কাজ হবে না। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

scroll to top