দীর্ঘ ১৩ দিনের ছুটি শেষে আগামী রবিবার (৬ এপ্রিল) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ঈদ-উল-ফিতর, শব-ই-কদর ও জুমাতুল বিদা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, নোবিপ্রবির ক্লাসসমূহ ২০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে, অফিসসমূহ ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে শিক্ষার্থীরা টানা ১৩ দিনের ছুটি উপভোগ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে আগামী ৬ এপ্রিল (রবিবার) থেকে পুরোদমে একাডেমিক কার্যক্রম চালু হবে। শিক্ষার্থীরা যথারীতি ক্লাস ও গবেষণার কাজে ফিরে আসবে। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে নোবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, ‘ঈদের ছুটিতে আমরা বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। তবে দীর্ঘ ছুটির পর আবার ক্যাম্পাসে ফিরে বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে দেখা হবে, যা আমাদের জন্য আনন্দের ব্যাপার।’
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদ-উল-ফিতরের ছুটিই বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি। শিক্ষার্থীরা এই সময়ে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘ছুটির পর প্রশাসনিক কার্যক্রমও পুরোদমে শুরু হবে। সকল বিভাগ ও দপ্তর নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।’
আগামী রবিবার থেকে ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।