দিল্লির সিআরপিএফ স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ

New-Project-1-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ভারতের রাজধানী দিল্লির এক স্কুলের সামনে ভয়াবহ বি স্ফো র ণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টা ৪৭মিনিটের দিকে দিল্লির রোহিনীর সিআরপিএফ পাবলিক স্কুলের সামনে এই বি স্ফো র ণটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এই ঘটনায় স্কুলটির দেয়াল ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতে খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে সিআরপিএফ স্কুলের সামনের সড়কে বিকট শব্দে বি স্ফো রণ ঘটে। পাশাপাশি ধোয়ায় ছেয়ে যায় চারপাশ। ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে-তা খতিয়ে দেখছে তারা।

প্রতক্ষদর্শী একজন জানিয়েছেন, বিস্ফোরণের ফলেে আশেপাশের বিল্ডিংয়ের কাচের জানালা, স্কুলের পাশে পার্ক করার গাড়ির কাচ এমনকি দোকানের সাইনবোর্ডও ভেঙে গেছে।

Leave a Reply

scroll to top