দাম কমল এলপিজির

LPG-2-dac5fb52b5d2ead040d9dc9a7c677f9b-bef92e18dad879a90dfb32b61dfce9a3.jpg
নিজস্ব প্রতিবেদক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।
গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা এবং সেপ্টেম্বরে ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল।

Leave a Reply

scroll to top