গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের পণ্য প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সে অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে সেলেনা লিখেছেন, দাবানলের ক্ষয়ক্ষতির চিত্র দেখে তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে।
তারকা দম্পতি হাইডি মন্তাগ ও স্পেনসার প্র্যাটের বাড়িও পুড়ে গেছে। গতকাল প্রায় ভস্মীভূত বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
দাবানলে অভিনেতা মেল গিবসনের বাড়িও পুড়ে গেছে। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, মালিবুতে তাঁর বাড়ি ভস্মীভূত হওয়ার কথা অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। তবে তিনি নিরাপদে আছেন। একটি পডকাস্টের রেকর্ডিং করতে মেল এখন আছেন অস্টিনে।
এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ; কিন্তু তাঁদের বাড়ি রক্ষা পায়নি। তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবার তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ ঘোষণা দেন ৬৬ বছর বয়সী অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। অনেক সাধারণ মানুষের মতো তারকাদের বাড়ি পুড়েছে, বাতিল হয়েছে শুটিং, ছবির প্রিমিয়ার। ধীরে ধীরে আরও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে।
জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগুন এখনো জ্বলছে, উদ্ধারকারী দল, ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে। প্রতিবেশীরা ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আমি, আমার স্বামী ও সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি।’
গত রোববার রাতে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য তিনি নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। পুরস্কার গ্রহণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ব্রডি বলেন, ‘প্যাসিফিক প্যালিসেডসের অনেক বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার সব মানুষ, আমার সব সহকর্মী ও প্রাণীর প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’