ছোট পর্দা থেকে বড় পর্দা। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ।এদিকে লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।
অস্ট্রেলীয় বংশোদ্ভূত ররি স্কাইজ ১৯৯৮ সালে ব্রিটিশ টেলিভিশন সিরিজ “কিডি ক্যাপার” দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার মা শেলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে বলেন, “বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য সে ছিল এক অমূল্য উপহার।” শেলী আরও জানিয়েছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু বাড়ির পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়। “পানি দেওয়ার সময় পাইপে কোনো পানি আসছিল না, এমনকি দমকল কর্মীদের কাছে পর্যাপ্ত পানি ছিল না,” লিখেছেন তিনি।
তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না।