ছড়িয়েছে নতুন এক প্রেমের গল্প। কাহিনিতে প্রেমিক নিশান, প্রেমিকা জেরিন। ভালোবাসার শুরুর ঘটনাগুলো জানা যায়নি এখনও। সম্পর্কের কিছু পথ পেরিয়ে যাওয়ার পর থেকে গল্পের বর্ণনা এমন নিশানের জন্য ফুল কুড়িয়ে দেওয়ার ইচ্ছে জেরিনের, সঙ্গে কিছু ভুলও। ইচ্ছে কাজলচোখে নিশানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেওয়ার। নিশানের ইচ্ছেও কম কিছু না। জেরিনকে ভেবে সন্ধ্যা নামাতে চায় সে। জমানো কান্না আর অভিমান ভুলে ফিরে আসার বাসনা নিশানের। গল্পগুলো এসেছে গানে গানে। ‘একটুখানি মন’ শিরোনামের গানে এভাবেই বলা হয়েছে নিশান-জেরিনের ভালোবাসার গল্প। শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার প্রথম গান। যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে, সেটি মূলত সিনেমার চরিত্রের নাম। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানের কথা লিখেছেন সাদাত হোসাইন। তিনি বলেন, ‘একটা অস্থির সময় যাচ্ছে। তাই লেখার সময় শব্দ-বাক্যে স্নিগ্ধতা রাখতে চেয়েছি। গানটির মধ্যে একটা সম্মোহনি শক্তি রয়েছে বলে আমার মনে হয়েছে। এর জন্য আমি সাজিদ সরকার এবং শিহাব শাহীনকে ধন্যবাদ দেব। তবে বেশি ধন্যবাদ দেব নির্মাতাকে। গানের প্রত্যেকটি ড্রাফট তিনি আমাকে শুনিয়েছেন, শব্দ যুক্ত করা বা বাদ দেওয়ার ব্যাপারে কথা বলে নিয়েছেন। অনেক কথার পর সুর-শব্দ নিয়ে আমরা একটা যৌক্তিক জায়গায় আসতে পেরেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগছে।’ এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দাগি’তে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ।