যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত সপ্তাহে তেহরানসহ ইরানের বেশ কয়টি গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলার প্রতিবাদে এই হুঁশিয়ারি দেন তিনি।
খামেনি বলেন, ’যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার উভয়েরই জানা উচিত যে, তারা ইরান ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যা করছে, এর জন্য অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে। এটা শুধু (ইহুদিবাদী শাসনের ওপর) প্রতিশোধের বিষয় নয়। এটি আমাদের ধর্ম, নৈতিকতা, ইসলামী আইন এবং আন্তর্জাতিক আইনে (বৈশ্বিক ঔদ্ধত্যের বিরুদ্ধে) সঙ্গতিপূর্ণ একটি যৌক্তিক পদক্ষেপ। ইরান এ ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা দেখাবে না।’
গাজা ও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় চরম ক্ষুব্ধ ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের কারণে ৫ নভেম্বরের আগে হামলা চালাবে ইরান।