দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা রাশমিকা মান্দানা অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেন। তবে বেশ করে অ্যাকশনধর্মী ‘পুষ্পা:দ্য রাইজ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সর্বভারতীয় খ্যাতি লাভ করেন। তবে এবার অভিনয় করতে চলেছেন হরর সিনেমায়।মুলত ম্যাডক ফিল্মসের নতুম হরহর কমেডি সিনেমা ‘থামা’ তে।
মাত্র কয়েক দিন আগেই ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী কয়েক বছরের সিনেমার তালিকা প্রকাশ হয়েছে, যা দর্শকদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ‘থামা’ সিনেমাতে রাশমিকার পাশাপাশি অভিনয় করছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।
জানা যায়, নতুন বছরের শুরুতেই দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা আদিত্য সরপোতদার।
এদিকে আয়ুষ্মান খুরানা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। ছবিতে তাকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির ছোট একটি শুটিং শেষ করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমাটির বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যের শুটিং শুরু হবে এবং জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত চলবে এই শুটিং।
‘থামা’ চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ২০২৪ সালের অক্টোবর মাসে। সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানাসহ আরও অনেকে।
আয়ুষ্মানকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে গৌরী জোশী ও রাজ শান্ডিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমায়। ছবিটিতে আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজসহ আরও অনেকে।