চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা করেছিলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিওলের একটি আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এছাড়া উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই-র্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও) গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছে। সিআইও জানিয়েছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট।
গতকাল সোমবার দেশটির যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপরেই আদালত ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।
মঙ্গলবার এক বিবৃতিতে যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর বলেছে, আজ সকালে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে।