দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহীসহ বিমান বিধ্বস্ত

New-Project-53-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে অবতরণের সময় ১৮১ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৬২ জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলো।

বিবিসি বলছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক।

দক্ষিণ কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

scroll to top