তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প

New-Project-2025-02-21T151603.158.jpg
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয়। তারই নেতৃত্বে এ ধরনের যুদ্ধকে প্রতিহত করা সম্ভব। বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এমন দাবি করেছেন।

ট্রাম্পের বক্তব্যে তিনি বলেন, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরও এক বছর আমেরকায় ক্ষমতায় থাকতেন, তাহলে অবশ্যই এতদিনে অবশ্যই   তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে যেত। ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনও লাভ নেই। তবে আমি এখনই বলে দিতে পারি, আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদি এই প্রশাসন (বাইডেন প্রশাসন) আর এক বছর থাকত, তাহলে আপনি নিশ্চিতভাবেই যুদ্ধের মধ্যে থাকতেন। কিন্তু এখন তা হবে না, আমি এসে গেছি।’তবে এমন আশঙ্কার কারণ কী, সেই বিষয়ে কোন ব্যাখ্যা অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধগুলো বন্ধেরও আশ্বাস দেন খুবই জোড়ালোভাবে। ট্রাম্প আরও বলেন, যদিও আমেরিকা সরাসরি কোন প্রকার যুদ্ধে অংশ নেবে না। তবু এই ধরনের সংঘাত সৃষ্টি হলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। তার কথায়, ‘আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেরা এসব যুদ্ধে জড়াব না, কিন্তু আমরা অন্য যে কারও চেয়ে শক্তিশালী হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি না, এমন কিছু ঘটবে।’

ট্রাম্প তার বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে খুবই কড়া  ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে ইউরোপের তুলনায় আমেরিকা ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে, অথচ ইউরোপের আমেরিকা কোনও প্রতিদান পাচ্ছে না।’

ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি আমেরিকাকে এমন এক যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে রাজি করিয়েছেন, তা একপ্রকার অসম্ভব। ইউরোপও এত টাকা দিচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ শুরু করাই প্রয়োজন ছিল না।

তিনি আরো বলেন, ‘এই নির্বোধ যুদ্ধগুলো আমরা থামাতে চলেছি। আগামী দিনে আমরা যে কারও চেয়ে শক্তিশালী হয়ে উঠব। যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে, কেউ আমাদের ধারেকাছে ঘেঁষতে পারবে না। তবে আমি মনে করি, যুদ্ধ বাঁধবে না।বক্তব্যের এক পর্যায়ে নিজের দূরদৃষ্টির প্রশংসা নিজেই করেন ট্রাম্প।

Leave a Reply

scroll to top