তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬

New-Project-2025-01-07T212628.535.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চীনের তিব্বতের শিগাতসে অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) যে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত অন্তত ১৮৮ জন। এখনো নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। ফলে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চায়না আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুসারে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রবিন্দু ছিল শিগাতসে শহরের দিংরি কাউন্টির চসগো টাউনশিপ। ভূমিকম্পটির উপকেন্দ্রের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৭টি গ্রাম আছে এবং এসব গ্রামে প্রায় ৬ হাজার ৯০০ মানুষ বসবাস করে।

প্রাথমিক জরিপ অনুসারে, এসব গ্রামের ৩ হাজার ৬০৯টি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে শিগাতসে শহরের প্রশাসন। তারা আরও জানিয়েছে, ৪০৭ জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং ৩০ হাজারের বেশি বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

scroll to top