তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সৌম্য সরকার

New-Project-2024-12-17T221207.213.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। চোটের ফলে তাঁর আঙুলে ৫টি সেলাই দিতে হয়েছে। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে আরও বেশি।

বুধবার সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে। পরে জাকের আলি অনিক এবং মেহেদী হাসান মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন। এরপর অ্যাম্বুলেন্সে যোগে স্টেডিয়াম ছাড়েন টাইগার এই ব্যাটার।

এদিকে চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকের ম্যাচগুলোতেও সৌম্যর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।

Leave a Reply

scroll to top