তাহসানের জন্যই আগের প্রেমিককে ছেড়েছেন ‘স্ত্রী রোজা’

New-Project-2025-01-04T221246.046.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গেল কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা বিনোদন সংবাদের জগত, সব জায়গায় একটা কমন জিনিস আপনার চোখে পড়বেই। আর সেটা হচ্ছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে। শুরুতেই রটেছিল বিয়ে সেরেছেন তাহসান। তবে অভিনেতা শনিবার জানান শুভ কাজটা কেবলই সারলেন। অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তার স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের পরিচয় নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ। এই খোঁজাখুজির মধ্যেই জানা যায় রোজার বাবা অর্থাৎ তাহসানের বর্তমান শ্বশুর পানামা ফারুক ছিলেন বরিশালের এক শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। তবে এই ব্যপারে এখনও সন্দেহ রয়েছে।

এদিকে তাহসানের শ্বশুরের পরিচয়ের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। দেশের প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে তাহসানকে বিয়ে করার আগে নয় বছরের রিলেশনে ছিলেন রোজা। সাংবাদিকের সাথে ফোনে রোজার প্রাক্তন প্রেমিক জানিয়েছেন, ছোটবেলা থেকেই রোজার সাথে বন্ধুন্ত্ব ছিল সেই ব্যক্তির। দীর্ঘ নয় বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। এমনকি তাহসান পত্নীর সাথে লীভ টুগেদারে ছিলেন বলেও দাবি করছেন তিনি।

বিয়ের খবর প্রকাশের পর গণমাধ্যমে তাহসান জানিয়েছিলেন, রোজার সাথে এক বছরের পরিচয় তার। তবে রোজার সেই কথিত প্রেমিকের দাবি চার মাস আগেও সম্পর্কে ছিলেন তারা। এমনকি তাহসানের কারণেই সেই প্রেমিকের সাথে বিচ্ছেদ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে রাজধানী ঢাকাতেই অবস্থান করছেন তাহসান। বিয়ের খবর জানালেও শ্বশুর এবং স্ত্রীর প্রাক্তন নিয়ে এখনো মুখ খুলেন নি অভিনেতা। তবে তাহসানের দ্বিতীয় বিয়ের এই জল কতটুকু গড়ায় সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

scroll to top