তারকাদের বড়দিন  উদযাপন

Capture-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আজ ২৫ ডিসেম্বর। যীশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন। বিশ্বজুড়েই দিনটি নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উৎসবের আনন্দ-আমেজ ছড়িয়ে যায় তারকাদের মনেও। তারকাদের সোশাল হ্যান্ডেল ঘুরে দেখা গেলো, তাদের অনেকেই মজেছেন বড়দিনের বড়-ছোট আয়োজনে।
বুবলি ও অনান্য তারকাও সামাজিক যোমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে ।

দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের খ্রিস্ট ধর্মের মানুষের মধ্য দিয়ে দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছে।
হোটেলের ক্যাফে বাজারে আয়োজন করা হয়েছে বড়দিনের বিশেষ বুফে ডিনার। পুল ক্যাফেতে থাকছে লাইভ গান শুনতে শুনতে বুফের ব্যবস্থা। হোটেলের লবি লাউঞ্জ থেকে কেনা যাবে ক্রিসমাস গুডিজ, কেক, পেস্ট্রি ইত্যাদি।

ফাদার জয়ন্ত গোমেজ বলেন বিশ্বে যুদ্ধবিগ্রহ চলছে। এ ছাড়া দেশও পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। শান্তির জন্যই প্রার্থনা হবে।

বড়দিনের অনুষ্ঠানে প্রার্থনা ছাড়াও সারা দিন মানুষ গির্জায় আসেন। বিকেলে নানা উপহার নিয়ে হাজির হন সান্তা ক্লজ।

Leave a Reply

scroll to top