তামিম ইকবালের ব্যাট ও মাঠের বাইরের আলোচনা সমালোচনা। দুটোই চলছে পাল্লা দিয়ে। চলতি বিপিএলে ফরচুন বরিশাল অধিনায়ক মাঠে বেশ ক’বারই মেজাজ হারিয়েছেন। অ্যালেক্স হেলসকে দিয়ে শুরু, এরপর সাব্বির রহমান সবশেষ দাউইদ মালান। কিন্তু খালি চোখে যা দেখা যায় তার কতটা ঠিক? অন্তত তামিমের দাবি, শতভাগ নয় মোটেও।
অ্যালেক্স হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম বলেছেন ইকবাল হোসেন ইমনকে নাকি অ্যাবিউস করেছিলেন হেলস। অবশ্য সাব্বিরের ইস্যুতে মুখে এখনও তালা তার। কিন্তু দাউইদ মালানের সঙ্গে রান আউটে ভুল-বোঝাবুঝির পর মাঠে উত্তপ্ত দেখা গেছে দু’জনকেই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও আসে। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বরিশাল অধিনায়ক। যেখানে তামিম দাবি করেছেন মালানের সঙ্গে কিছুই হয়নি তার।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমেম পোস্টের পর এবার বরিশাল অধিনায়কের বিবৃতির পক্ষেই কথা বলেছেন খোদ দাউইদ মালানও। ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, ঘাটতির জন্যই তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই।
সোমবার অনুশীলন ছিলো না বরিশালের। সেই অবসরেই টিম হোটেলে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে পুরো বিষয়কে দুঃখজনক বলেছেন এই ইংলিশ ওপেনার।
বরিশালের ওপেনার দাউইদ মালান বলেন, ‘এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেলো। আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোনো ইস্যু কখনও ছিলো না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময়ই গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়।’
তবে তামিমের ভাষ্যমতে মাঠে প্রতিপক্ষ দলের একে খেলোয়াড়েরর সাথে তর্কে জড়িয়েছেলেন মালান। টিভি স্ক্রিনে ধরা পড়া সেই উত্তেজনা কার সঙ্গে ছিলো, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইংলিশ ওপেনার।