তসলিমা নাসরিনের নাটক ‘লজ্জা’ নিষিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেনো ?

taslima-nasrin.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

এবার পশ্চিমবঙ্গে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বিতর্কিত নাটক “লজ্জা” নিষিদ্ধ করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তসলিমা নাসরিন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন

উল্লেখ্য, তসলিমা নাসরিনের লেখা ‘‘লজ্জা’’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বইটি। সেই উপন্যাস থেকেই তৈরি করা হয়েছিল এই নাটক। এবার সেটিও নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।যেখানে তসলিমা লিখেছেন, মমতা ব্যানার্জি আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যউৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দু’মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যউৎসবের। বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া।

পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল ‘দুঃসহবাস’, যেটি টেলিভিশনের আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল।

Leave a Reply

scroll to top