ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কোটা সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটি। এ বছর থেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কেবল মুক্তিযোদ্ধার সন্তানই আবেদন করতে পারবেন। নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকার ক্রমানুযায়ী আসন পূরণ করা হবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাবির সংশ্লিষ্ট রিভিউ কমিটি’র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটার নির্ধারিত ৫ শতাংশ আসন পূরণ না হলে মূল মেধাতালিকার ক্রমানুযায়ী শূন্য আসন পূরণ করা হবে।
উল্লেখ্য, ঢাবিতে বর্তমানে ৬ ধরনের কোটা রয়েছে। মুক্তিযোদ্ধা কোটা (৫%), ওয়ার্ড/পোষ্য কোটা, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, হরিজন/দলিত কোটা, প্রতিবন্ধী কোটা এবং খেলোয়াড় কোটা (প্রত্যেকে ১%)। এছাড়া হিজড়া সম্প্রদায়ের শিক্ষার্থীরাও বিশেষ বিবেচনা পেয়ে থাকেন।