ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী শনিবার (১৯ এপ্রিল) এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য এবং বিষয় পছন্দক্রম ফরম অনলাইনে পূরণ করতে হবে।
এ বিষয়ে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের প্রশ্নপত্রে কোনো ভুল ছিল না।”
তিনি আরও জানান, “ব্যবসায় শিক্ষা (কমার্স) শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে, তাদের নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরপর তাদের লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে MCQ পরীক্ষার নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। যারা এখন ফল পেয়েছে, তাদের সঙ্গে কমার্স শিক্ষার্থীদের মেধাতালিকা আলাদা রাখা হবে। ফলে এ বিষয়ে কোনো জটিলতা হবে না।”
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের বহুনির্বাচনি প্রশ্নপত্রে ১২টি প্রশ্নে সেট বিভ্রাট ধরা পড়ে। প্রশাসন এই বিষয়ে কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি, যার ফলে এই অংশের ফল প্রকাশ বিলম্বিত হয়।
এই বছর ব্যবসা ইউনিটে বিজ্ঞানে আসন সংখ্যা ৯৫ (কোটা সহ) এবং মানবিকে আসন সংখ্যা ২৫ (কোটা সহ)।