ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শরীয়াহ-ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম ফরিদউদ্দীনের নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার (১৮ মার্চ)ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ফেলোজ ফোরামের প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুদ্দোহা, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, আইবিসিএফ-এর অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সরকারের উপর নির্ভরশীলতা কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য তিনি অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।