ঢাবির হল দোকানির ছেলে চান্স পেল ঢাবিতেই!

New-Project-80.jpg

ঢাবির হল দোকানির ছেলে চান্স পেল ঢাবিতেই!

২৪ ঘণ্টা বাংলাদেশ

অসাধারণ এক আবেগঘন গল্পের সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দোকানির ছেলেই এবার চান্স পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ১২নং দোকানের দোকানি মো. ওয়াদুদ। এতকাল বেচাকেনা করেছেন, সখ্যতা গড়ে তুলেছেন ঢাবি শিক্ষার্থীদের সাথেই। এবার তার নিজের সন্তানই ভর্তির সুযোগ পেল সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে।

গত সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। এতে পাশ করেন মাত্র ৫ দশমিক ৯৩ শতাংশ। এর ভিতর থেকে নিজের সাফল্য ছিনিয়ে আনেন মো: ওয়াদুদের এর সন্তান। নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক ইউনিটের” একটি আসন। দোকানি মো: ওয়াদুদের সন্তানের নাম তানভীর হাসান রিফাত। তিনি কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, রিফাত একই সাথে জায়গা করে নিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। নিজেকে প্রমাণ করেছেন প্রতিটি ক্ষেত্রে।

রিফাতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দোকানদার মো. ওয়াদুদ। দোকানদারি করে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলের পড়ালেখার খরচও চালান তিনি।

গণমাধ্যমকে নিজের অনুভূতি জানাতে রিফাত বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা-মা মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি এই প্রত্যাশা আমার।

 

রিফাতের সাফল্যের বিষয়ে তার বাবা মো. ওয়াদুদ বলেন, ছেলের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। দোয়া করি সে অনেক বড় হোক।

রিফাতের চান্স পাওয়ার ঘটনাটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিতা এবং পুত্র উভয়কেই অভিনন্দনে সিক্ত করছেন নেটিজেনরা।

Leave a Reply

scroll to top