ঢাবির পিকনিক বাসের ধাক্কায় নিহত ২

New-Project-33-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

বিষয়টি নিশ্চিত করে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হয়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

scroll to top