ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের বিপরীতে একটি গাছে ঝুলানো মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
সরেজমিনে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারী এবং উপস্থিত জনতা। লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লাশটি গাছে ঝুলতে দেখা যায়। তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্নহত্যা বলে মনে হয় না।