ঢাবিতে ফটোগ্রাফার আটক, অসৎ উদ্দেশ্য প্রকাশ করতেন সমন্বয়কদের ফুটেজ!

New-Project-13-7.jpg

ঢাবিতে ফটোগ্রাফার আটক, অসৎ উদ্দেশ্য প্রকাশ করতেন সমন্বয়কদের ফুটেজ!

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক তরুণ ফটোগ্রাফারকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রবিবার (২৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে। আটক ব্যক্তির নাম ফারবেজ মোহাম্মদ নোবেল, যিনি ডজনখানেক ফেসবুক পেজ পরিচালনা করেন, যার মধ্যে কয়েকটি ছাত্রলীগ সংশ্লিষ্ট।

শিক্ষার্থীদের অভিযোগ, নোবেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়কদের বিভিন্ন ফুটেজ অসৎ উদ্দেশ্যে তার পেজে প্রচার করতেন। এই অভিযোগের ভিত্তিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনির সাথে দেখা করতে আসেন তিনি। পরে শিক্ষার্থীরা যখন তাকে চিনতে পারেন, তখন রনি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
যদিও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তিনি।

জানা গেছে, নোবেলের মোবাইল ফোনে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ছবি এবং ছাত্রলীগের বিভিন্ন পেজের লগইন তথ্য পাওয়া গেছে, যা তিনি পরিচালনা করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, নোবেল আওয়ামী লীগের এক নেতার ফটোগ্রাফার হিসেবে পরিচিত। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, তার বিরুদ্ধে ফটোগ্রাফি আইনে মামলা করা হয়েছে এবং অভিযোগ রয়েছে যে তিনি অসৎ উদ্দেশ্যে নারী সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ফুটেজ প্রচার করতেন।

Leave a Reply

scroll to top