ঢাবিতে ছুটির আমেজ

New-Project-2-7.jpg

ঢাবিতে ছুটির আমেজ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৪ মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু হবে। তবে, ক্লাস ও পরীক্ষার অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা দুই দিন আগেই হল ত্যাগ করে বাড়ি ফিরতে শুরু করেছেন।

শনিবার, ২২ মার্চ ২০২৫ তারিখে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হল ত্যাগ করেছেন, আর বাকিরা প্রস্তুতি নিচ্ছেন। ঈদ উদযাপনের এই আনন্দঘন সময়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।

শনিবার সরেজমিনে দেখা দেখা যায়, ঢাবির হলগুলো ফাঁকা হচ্ছে। শিক্ষার্থীরা পরিবার পরিজনদের নিয়ে ঈদ করার জন্য মনে উচ্ছ্বাস নিয়ে ব্যাগ গুছিয়ে ফিরছেন বাড়ির দিকে। কেউ-কেউ প্রস্তুতি নিচ্ছেন বাড়ি যাওয়ার। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের আমেজ পরিপূর্ণভাবেই প্রতীয়মান।

বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আসিফ বলেন, বহুদিন পর বাড়ি ফেরা এক অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো পরিবারহীন রমযান মৃদু বিষণ্নতা কাজ করছিল যদিও ক্যাম্পাসের উৎসবমুখর পরিবেশ তা খানিকটা কমিয়েছে তাও বাড়ি ফেরা এক অন্যরকম স্বস্তি।

 

 

এদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, “অনেক উৎফুল্ল লাগছে। বেশ কিছুদিন আগে থেকেই মনে হচ্ছিলো যে কবে বাড়ি যাবো, অবশেষে চলে যাচ্ছি বাবা-মার কাছে। পরিবারের সঙ্গে বাকি রোজাগুলো কাটাবো এবং ঈদ উদযাপন করবো ভাবতেই অনেক ভালো লাগছে।”

উল্লেখ্য, ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে যোগ দেবেন।

সাধারণত, ঢাবির ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে পালিত হয়। তবে, ২০২৫ সালের ছুটির নির্দিষ্ট তারিখ সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ বা একাডেমিক ক্যালেন্ডার পর্যালোচনা করা উচিত।

Leave a Reply

scroll to top