ঢাবিতে ঘোষিত হল ধর্ষণবিরোধী মঞ্চ

New-Project-8.jpg

ঢাবিতে ঘোষিত হল ধর্ষণবিরোধী মঞ্চ

২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাবি প্রতিনিধি, আজ ৯ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আত্মপ্রকাশ করেছে  ‘ধর্ষণবিরোধী মঞ্চ’। নারীর প্রতি সংঘটিত ধর্ষণ নিপীড়ন, নারীবিদ্বেষি মব এবং বিচারহীনতার সংস্কৃতির বিরূদ্ধে এই মঞ্চের অবস্থান। সংগঠনটি ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

রোববার (৯ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

এই মঞ্চ থেকে উত্থাপিত হয়েছে দুই দফা দাবি-
১. অনতিবিলম্বে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সকল ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।

২. আছিয়ার হত্যাচেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে ধর্ষনবিরোধী মঞ্চ তাদের কর্মসূচি বহাল রাখবে।

এর আগে শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে রাজু ভাস্কর্যে এক বিশাল বিক্ষোভ মিছিল করে ঢাবি শিক্ষার্থীরা। ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।

সভার একপর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা। তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আদালতে হাজির করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু অফিসে বসে বেতন ভোগ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

Leave a Reply

scroll to top