ঢাবিতে অনলাইনে ফি প্রদানের ব্যবস্থা চালু, ভর্তি প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন

New-Project-37-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো নতুন মাত্রা। ভর্তি ফি, বিভাগ ও হলের জামানত প্রদানে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রথমবারের মতো অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, অনলাইনে ফি প্রদানের এই সুবিধা ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে গৃহীত সুপারিশের আলোকে কার্যকর করা হয়েছে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এখন থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ, ইনস্টিটিউট কিংবা হল অফিসে সরাসরি বা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি ও জামানত প্রদান করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই পদক্ষেপ শুধু সময় ও শ্রম সাশ্রয় করবে না, বরং দীর্ঘদিনের দুর্ভোগ এবং দুর্নীতির অভিযোগ থেকেও মুক্তি দেবে। আগের মতো ব্যাংকের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না শিক্ষার্থীদের। অনলাইনে সহজেই মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

প্রক্রিয়া বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সব বিভাগ, ইনস্টিটিউট ও হল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে। বিভাগ ও হল পর্যায়ে ফি গ্রহণ ও যাচাই-বাছাইয়ের কাজের জন্য প্রশাসনিকভাবে নির্দেশিত হচ্ছে পৃথক টিম গঠন।

ছাত্র ও অভিভাবকদের প্রতিক্রিয়ায় দেখা গেছে ব্যাপক ইতিবাচক সাড়া। অনেকে বলছেন, ডিজিটাল এই ব্যবস্থা শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, ভবিষ্যতে অন্যান্য প্রশাসনিক সেবার ক্ষেত্রেও অনলাইন কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Leave a Reply

scroll to top