ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের চালতিপাড়া, হাসাড়াসহ পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।
পুলিশ জানায়, এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর তিনটি পরিবহন পালিয়ে গেছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত চারটি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।