ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি

New-Project-5-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।একইসঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১১ ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটি পাওয়া ইউনিট গুলো হলো– ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা। বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে জগন্নাথ। আর ঢাকা পলিটেকনিকসহ বাকি কলেজগুলো হচ্ছে– ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজ।

Leave a Reply

scroll to top