ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে তাঁর কন্যা মনজুলা মোরশেদ এ ফান্ড গঠনের জন্য ১৫ লাখ টাকার অনুদান প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এই ট্রাস্ট ফান্ডের চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ট্রাস্ট ফান্ড শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে এবং সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করবে।”
এই ফান্ডের আয় থেকে প্রতিবছর ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
অধ্যাপক মোরশেদ ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করে বহু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন। বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও শব্দতত্ত্ব নিয়ে তাঁর গবেষণা ছাত্র-শিক্ষকদের জন্য দিকনির্দেশক হিসেবে বিবেচিত হয়। তাঁর শিক্ষা ও গবেষণা কর্ম বাংলা ভাষাবিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন এবং ভাষাবিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।