ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

New-Project-5-13.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফল প্রকাশ হয়েছে, তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীন শিক্ষার্থীদের জন্য সুষ্ঠুভাবে সিট বরাদ্দের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে হল ছাড়ার বিধান থাকলেও মানবিক বিবেচনায় ফল প্রকাশের পর হল ছাড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিক সময়ের চেয়ে তিন থেকে চার মাস বেশি হলে থাকার সুযোগ পাচ্ছেন।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুসারে, চলতি মাসে আরও একটি সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে প্রতিটি হলে এই নির্দেশনা নোটিশ আকারে টাঙিয়ে দেওয়া হয়। শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, তাঁরা ইতোমধ্যে হলের আবাসিক শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে এই নির্দেশনার ব্যাপারে অবহিত করেছেন।

 

এ প্রসঙ্গে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহ পর হল ছাড়ার নিয়ম থাকলেও মানবিক কারণে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে এখন থেকে নিয়ম মেনে চলা হবে।” তিনি আরও জানান, হল ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও কার্যকর করতে গণরুম বিলুপ্ত করা হয়েছে এবং একটি রুমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রাখার ব্যবস্থা করা হচ্ছে।

 

ঢাবির শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা ইতোমধ্যে হলে এই নোটিশ টাঙিয়ে দিয়েছেন এবং হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে আবাসিক শিক্ষকরা বিষয়টি অবহিত করেছেন।

 

আগামী ৮ এপ্রিলের মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। এ নির্দেশ অমান্য করলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক বলেন, “আমরা আশা করব শিক্ষার্থীরা সিদ্ধান্তকে সম্মান জানাবে এবং সুষ্ঠু আবাসন ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে।” তিনি শিক্ষার্থীদের সময়মতো সিট ছাড়তে আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালনার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে শতভাগ সিট হলের ব্যবস্থাপনায় হয়েছে এবং হলের ক্যানটিন, ডাইনিংসহ সব সুযোগ-সুবিধা প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ হলে শিক্ষার্থীদের আবাসিক ও শিক্ষা কার্যক্রমসহ সুষ্ঠু পরিবেশ উন্নত করতে বদ্ধপরিকর।

Leave a Reply

scroll to top