ঠাকুরগাঁওয়ের টংকনাথের রাজবাড়িতে ইত্যাদি

New-Project-2025-01-26T111642.766.jpg
নিজস্ব প্রতিবেদক

সেই নব্বই দশক থেকেই শেকড়ের সন্ধানে ইত্যাদি স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্ননিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থাপনা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। মঞ্চ নির্মাণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ীর সামনে। অনুষ্ঠান ধারণ উপলক্ষে বর্ণিল আলোয় রাজবাড়ী যেন নতুন সাজে সেজেছিল। কেউ কেউ মন্তব্য করেন প্রায় ১০০ বছর পর রাজবাড়ী যেন তার হারানো যৌবন ও অতীত ঐতিহ্য ফিরে পেয়েছে।

এবারের ইত্যাদিতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। আরও রয়েছে ঠাকুরগাঁওকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। দর্শকপর্বেও ছিলেন স্থানীয়রা। এ ছাড়া থাকছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবস্থিত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছ, ঠাকুরগাঁওয়ের পনির বা চিজ উৎপাদন, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর এবং ধারণস্থান রাজা টংকনাথের রাজবাড়ির ওপর রয়েছে একটি প্রতিবেদন। আরও রয়েছে ঠাকুরগাঁওয়ের অরেঞ্জ ভ্যালির ওপর একটি চমৎকার প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন নিয়েও রয়েছে প্রতিবেদন।

নাচটির কোরিওগ্রাফি করেছে রোহিত খান তুহিন, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ঠাকুরগাঁওকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য।

রয়েছে কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের পল্লি চিকিৎসক ঝন্টু বড়ুয়ার ওপর একটি মানবিক প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে গণচীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম পাবলিক স্পট বা জনসমাগমস্থল ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

ঠাকুরগাঁওয়ের মঞ্চে এবার নাতিকে দেখা গেলেও দেখা যায়নি নানিকে। এ ছাড়া ইত্যাদির নিয়মিত পর্ব চিঠিপত্র পর্ব ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। উল্লেখ্য, ইত্যাদি এ বছর পা রেখেছে ৩৭তম বছরে।

Leave a Reply

scroll to top