ট্রাম্প ২৪৬, কমলা পেলেন ১৮২ ইলেকটোরাল কলেজ ভোট

a8a59083b30b6ea7996e4e9b2e3e42da-672aff10a0618.webp
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলের হিসেবে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গণমাধ্যম তথ্যমতে, এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৬ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮২ ইলেক্টোরাল ভোট।
প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

Leave a Reply

scroll to top