সম্প্রতি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্যাম্পাসে ৩টি বাস নিয়ে শাটল বাস সার্ভিস চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাস হওয়া সত্ত্বেও গুলিস্তানের টোল প্লাজায় নিয়মিত টোল দিয়ে আসছিল বাসগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
গতকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি জানার পর বিষয়টি সমাধানের উদ্দেশ্যে গুলিস্থান টোল প্লাজায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন কর্মী। টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের সঙ্গে আলোচনার পর গুলিস্থান টোল প্লাজায় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাটল বাস টোল মুক্ত ঘোষণা দেন।
এ ব্যাপারে ঢাবি ছাত্রদলের কর্মী আহনাফ আহমেদ রাফি জানান, আমরা টোল প্লাজার লোকদের সঙ্গে কথা বলে তাদেরকে বিশ্ববিদ্যালয় বাস টোল মুক্ত করতে রাজি করাই। তারা বিশ্ববিদ্যালয়ের শাটল বাস ৩ টির নম্বর নোট করে রাখেন এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় কোনো টোল নিবে না বলে আশ্বাস দেয়।
প্রসঙ্গত, ডিসেম্বরের শুরু থেকে ক্যাম্পাসে চলতে শুরু করে শাটল বাসগুলি।