টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে যাওয়া উচিত নয়- মালান ইস্যুতে তামিম

New-Project-26-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর। তবে বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচে ক্রিকেটে পাশাপাশি বাড়তি কিছু না কিছু থাকছেই দর্শকদের জন্য। সেটা হোক দ্রুত সেঞ্চুরি কিংবা মাঠের ক্রিকেটার দ্বন্দ। আর সেই ক্ষেত্রে
বিপিএলের চলতি আসরে যেন অন্যরূপে দেখাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রায় প্রতি ম্যাচেই মেজাজ হারাচ্ছেন তিনি। এবারের আসরে মেজাজ হারানোর কোটা তিনে গিয়ে ঠেকেছে খান সাহেবের। সব শেষ রোববার
মেজাজ হারিয়ে তর্কে লিপ্ত হন সতীর্থ ডেভিড মিলারে। গণমাধ্যমে এমনটাই খবর প্রচারিত হচ্ছিল বটে। তবে যা দেখা যায় তার সবটাই সত্যি নয়- এমন মন্তব্য করেছেন খোদ তামিম ইকবাল।

রোববার চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় দলের সাবেক এ ব্যাটারকে। চট্টগ্রামে চিটাগাংসের ম্যাচে রান তাড়ায় ব্যাট করতে নেমে রান আউটের শিকার হন তামিম। সঙ্গে সঙ্গেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বরিশালের অধিনায়ক। মেজাজ হারিয়ে তর্কে লিপ্ত হন। আপাত দৃষ্টিতে দেখা গিয়েছিল সতীর্থ ডেভিড মিলারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন তামিম। তবে আদতে তেমন কিছুই হয়নি দাবি করেছেন সাবেক এই ওপেনার।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

মাঠের ঘটনাকে ঘুরিয়ে ভুলভাবে দেখানে হয়েছে উল্লেখ করে তামিম লিখেছেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

প্রচার মাধ্যমে ঘটনার এক দিক দেখেই কোন সিদ্ধান্তে যাওয়া উচিত নয় মনে করেন তামিম। তিনি লেখেন, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’

এর আগে রংপুরের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলস ও ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে বিতর্কে জড়ান তামিম। সাব্বিরের সঙ্গে মেজাজ হারানোর পর ম্যাচ প্রজেন্টেশনে বিসিবি সভাপতি ফারুকের জন্য অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পুরস্কার নেয়া থেকে বিরত থাকেন তিনি। শেষ পর্যন্ত নাজমুল শান্ত যান তামিমের পুরস্কার নিতে।

Leave a Reply

scroll to top