টানা ৮ দিন ধরে চলছে গোলাগুলি

New-Project-27.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা উসকানিতে গুলিবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী। জবাব দিয়েছেন ভারতীয় সেনারাও।

এনডিটিভি লিখেছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীত পোস্ট থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে গুলিবর্ষণের জবাব দেয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।

প্রতিবেদন বলছে, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর ২৪ এপ্রিল রাত থেকে পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে। গত মঙ্গলবার ইসলামাবাদ জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর পারগওয়াল সেক্টর পর্যন্ত গুলি ছোড়ার সীমা বাড়ায়।

Leave a Reply

scroll to top