টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এতিমখানা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাবিল উদ্দিন।
নিহতরা হলেন- শেরপুরের হাফেজ হাবিবুর রহমান (২০) ইমাম, টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী (১৮) মুয়াজ্জিন। নিহত হাবিবুর রহমানের বাড়ি শেরপুরে আর হাসান টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।