আগামী ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। তিনি বলেন,জনসভার দিন
লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মেইন বাজার পিজন ক্লাবে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, বিএনপি নেতাকর্মীরা গ্রুপিংয়ে বিশ্বাসী না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে দেশ। যারা গলাবাজি করছে জনসভার দিনের মানুষ দেখে টাল-মাটাল হয়ে যাবে। আমরা আশা করছি জনসভা জনসমুদ্রে পরিনত হবে।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে ও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত থাকতে হবে। আমাদের কোটচাঁদপুর বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে বিভিন্ন বিষয়ে সচেতন থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমান দলের ভালোর জন্য যে যে নিদের্শ আমাদেরকে দিবেন তা আমরা জীবন দিয়ে হলেও মেনে চলবো বলে তিনি জানান।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হীরা,পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, পৌর প্রজন্ম দলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন