জোড়া সেঞ্চুরিতে ৩০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করলো সাউথ আফ্রিকা

New-Project-2024-10-29T044913.999.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রাম টেস্টের আগেই বেশ বড়সড় ধাক্কা খেয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। চোটের কারণে একাদশে নেই জাকের আলী অনিক ও উকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ধাক্কা কাটিয়ে মাঠে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি হাসান মাহমুদরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়ার মঞ্চ সাজিয়েছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের নাজেহাল করে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই সফরকারী। প্রথমদিনে প্রোটিয়াদের তিনশতাধিক রানের বিপরীতে টাইগারদের সাফল্য কেবল দুটি উইকেট।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। প্রথমদিন শেষে ২ উইকেটে ৩০৭ রান তুলেছে সফরকারী দল। টনি ডি জর্জি ১৪১ রানে এবং ডেভিড বেডিংহাম ১৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

দিনের শুরু থেকেই বোলারদের মেরে খেলছিল সাউথ আফ্রিকা। ১৮তম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে এইডেন মার্করামকে ফেরান তাইজুল ইসলাম। ৩৩ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

প্রথম সেশেনে এক উইকেট পেলেও দ্বিতীয় সেশনে উইকেটশূণ্য ছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েন ডি জর্জি ও ত্রিস্তান স্টাবস। এর মাঝেই সেঞ্চুরি তুলে নেন দুজনেই। শেষ বিকেলে স্টাবসকে ফেরান তাইজুল। ১০৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান। পরে বেডিংহামকে নিয়ে দিন শেষ করেন জর্জি।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা জর্জি অপরাজিত আছে ১৪১ রানে। বেডিংহাম করেছেন ১৮ রান।

Leave a Reply

scroll to top