ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের কল্যাণে দেশী-বিদেশী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অনুদান দিলে সে দানের অর্থ আয়কর মুক্ত ঘোষণার করছে সরকার।
এনবিআর একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” এর সকল কার্যক্রমকে মূল্য সংযাজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে যোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো, বলা হয়েছে আদেশে।