জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ১২৮ ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কার

New-Project-7-2.jpg

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ১২৮ ঢাবি শিক্ষার্থী বহিষ্কৃত

ঢাবি প্রতিনিধি

গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালীন আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন । সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত সকল শিক্ষার্থীই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

জুলাই আন্দোলনের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের মূল দায়িত্ব বহিষ্কৃতদের বিষয়ে গভীর তদন্ত করা। এই কমিটিকে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, কমিটিতে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুলও আছেন। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাবি প্রক্টর আরো বলেন, ‘৫০০ পৃষ্ঠার সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন উন্মুক্ত করার বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা বিষয়ে আলাদা একটা কমিটি কাজ করছে।’

জুলাই আন্দোলন চলাকালীন বিভিন্ন মিডিয়ার ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ, সাধারণ শিক্ষার্থীদের দেওয়া তথ্য ইত্যাদির উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

Leave a Reply

scroll to top